২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ রাত ৯:৫৩ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. ঢাকা
  8. তথ্য-প্রযুক্তি
  9. নারী ও শিশু
  10. নেত্রকোনা জেলা
  11. নোয়াখালী জেলা
  12. ফরিদগঞ্জ
  13. ফেনী জেলা
  14. বিনোদন
  15. ভোলা জেলা

হোসেনপুরে পৃথক অভিযানে সাজা প্রাপ্ত আসামীসহ ৬ জুয়ারি আটক

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ১০, ২০২৩ ৭:০০ অপরাহ্ণ

মো. জাকির হোসেন. হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: হোসেনপুরে পৃথক অভিযানে সাজা প্রাপ্ত আসামীসহ ৬ জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে (০৫জুলাই) উপজেলার বোর্ডের বাজার এলাকা থেকে সাজা প্রাপ্ত আসামী আবু রায়হান (৪৫) কে গ্রেপ্তার করে এএসআই মঞ্জুরুল ইসলাম ও এসআই মিজানুর রহমানের নেতৃত্বে। তিনি হলিমা গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে। আসামী সিআর মোকদ্দমা নং-৫২(১)২০২০তে ১৯৬১ সালের মুসলিম পারিবারিক নিরোধ আইনে আট মাসের সশ্রম কারাদন্ড সাত হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী ছিলেন বলে পুলিশ জানায়।

অপরদিকে একই দিনে গভীর রাতে হোসেনপুর থানাধীন উত্তর কুড়িমারা গ্রামের জনৈক আলমগীর হোসেনের বসতঘরে জুয়া খেলারত অবস্থায় জুয়া খেলার নগদ টাকা ও সরঞ্জামাদিসহ এসআই সুশান্ত চন্দ্র সরকার, এসআই মো. শাহীন মিয়া, এসআই মজিবুর রহমান, এসআই শফিউল্লাহর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের অভিযানে ৬ জুয়ারিকে গ্রেপ্তার করে পুলিশ। আসামীরা হলো উত্তর কুড়িমারা গ্রামের মৃত জৈনুদ্দিনের ছেলে মো. জসিম উদ্দিন(৬৫),চন্দু মিয়ার ছেলে মো. মকবুল হোসেন(৩৮), মৃত আ. হাইয়ের ছেলে মাজহারুল ইসলাম(৩২), মো. রহমত আলীর ছেলে মো. কুদরত আলী( ৪০), মো. অহেদ আলীর ছেলে মো. নুরুল হক ও পাকুন্দিয়া উপজেলার কাউলীকান্দা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মো. হোসেন আলী।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসাদুজ্জামান টিটু জানান, আসামীদের বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা