মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র সহ সভাপতি আ স ম আব্দুর রবের স্ত্রী তানিয়া বর বলেছেন ‘ভোট চুরি করে যারা সংসদ সদস্য হয়েছেন, জায়গায় জায়গায় নিজের সম্পদ বৃদ্ধি করেছেন তারা এখন কোথায়? উপজেলা চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার সব লুটপাট করেছেন, জনগণের অধিকার ও ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছেন, তারা এখন নেই। সবাই পালিয়ে গেছেন। অপরদিকে, স্বাধীনতা প্রথম পতাকা উত্তোলক আ স ম আব্দুর রব সবসময় দেশের জন্য, মানুষের কল্যাণে কাজ করেছেন। কখনো অনিয়ম দুর্নীতি করেননি।
তিনি আরও বলেন, রামগতি কমলনগর ব্যাপক উন্নয়ন আ স ম রবের হাত ধরে হয়েছে। তিনি নদী খনন করেছেন। অথচ যারা গত ১৫ বছর ক্ষমতায় তারা কেউ ভুলুয়া নদী খননে আর ভূমিকা রাখেনি। ভুলুয়া নদী শুষ্ক মৌসুমে ধু ধু বালুচর আর বর্ষায় থৈ থৈ পানি। যে কারণে আজ ভয়াবহ বন্যা ও জলাবদ্ধতা।
রোববার রামগতি ও কমলনগরে বন্যার্ত এলাকায় ত্রান বিতরণ করতে এসে ফজুমিয়ারহাটে এক পথসভায় এসব কথা বলেন তানিয়া রব। পথ সভার সভাপতিত্ব করেন কমলনগর উপজেলা জেএসডি’র সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব।
রামগতি পথ সভায় তিনি বলেন, ভারত আমাদের বন্ধু না। বলে বন্ধু, কাজে কি বন্ধু ? বর্ষায় তারা বাঁধ খুলে দিল; এটা কি বন্ধুত্বের প্রমান।
আমরা যদি পানিকে ধারণ করতে পারি, তাহলে ভারত দুষ্ট চক্রান্ত করে লাভ হবে না। সুতরাং আমাদেরকে নদী খাল খনন করতে হবে। আমরা ভূলুয়া নদীর ম্যাপ সংগ্রহ করে বিশেষজ্ঞদের নিয়ে ঢাকায় বসবো। উপদেষ্টা মন্ডলীদের কাছে যাব, বরাদ্দ নেয়ার চেষ্টা করবো, কোন কারণে বিলম্ব হলে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নদী খনন করবো ছাত্র জনতা সঙ্গে নিয়ে।