১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ রাত ৯:৪৫ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

কমলনগরে বর্ণাঢ্য আয়োজনে জেএসডি’র ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ১, ২০২৪ ১১:২২ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বৃহষ্পতিবার বিকালে ছাত্র-জনতার অভ্যুত্থানের লক্ষ্যে অংশীদারিত্বের গণতন্ত্র ভিত্তিক প্রজাতন্ত্র কায়েম কর” এই শ্লোগানে কমলনগর উপজেলা জেএসডির উদ্যোগে হাজিরহাট বাজারে এ আয়োজন করা হয়।

এ উপলক্ষে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করা, মানসম্মত শিক্ষা ব্যবস্থা প্রণয়ন,মাদকমুক্ত উপজেলা গড়া, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো, যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে যুব সম্পদে রুপান্তরিত করা সহ বিভিন্ন দাবি সম্বলিত ফেস্টুন হাতে বর্ণাঢ্য র‍্যালি করা হয়েছে। র‍্যালিতে হাজার হাজার নেতা, কর্মী, সমর্থক অংশগ্রহণ করে। র‍্যালিটি হাজিরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দক্ষিণ বাজার ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির কমলনগর উপজেলা সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা জেএসডি’র সহ-সভাপতি ও লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক জিএস মো. হাসেম মোল্লা ও লক্ষ্মীপুর জেলা জেএসডি’র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন।

অধ্যক্ষ আবদুল মোতালেব বলেন, জেএসডির সভাপতি আসম আবদুর রব লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসন থেকে ৩ বার ভোটে নির্বাচিত হয়েছেন। যারা এক পক্ষের টাকার বিনিময়ে জেএসডিকে অস্তিত্বহীন ও নেতাকর্মী শুন্য বলে অপপ্রচার করছেন, এসব অপপ্রচার বন্ধ করার আহবান জানিয়ে তিনি বলেন, দেখে যান জেএসডির হাজার হাজর নেতাকর্মীদের ঢল।

তিনি আরো বলেন, যে আকাঙ্খা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন হয়েছে তা বাস্তবায়ন করতে হবে। আর যেন কোন সরকার স্বৈরাচার হতে না পারে। ক্ষমতাকে নিজের মতো ব্যবহার না করতে পারে, গুম, খুন, হত্যা ও আয়নাঘরের মতো টর্সার সেল সৃষ্টি করতে না পারে সেজন্য রাষ্ট্রের সকল স্তরে আমূল সংস্কার করতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নের লক্ষ্যে অংশীদারিত্বের গণতন্ত্র ভিত্তিক প্রজাতন্ত্র কায়েম করতে হবে।

সমাবেশে আরো বক্তব্য রাখেন,উপজেলা জেএসডির সহ-সভাপতি আলমগীর হোসেন বাহার, খোরশেদ আলম,সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হারুনুর রশিদ ডিলার। সাংগঠনিক সম্পাদক এবিএম বাবুল মুন্সি,মমিন উল্লাহ, তোরাবগঞ্জ কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন মুন্না জাতীয় যুব পরিষদের উপজেলা আহবায়ক মাহমুদুর রহমান বেলাল।

সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন, জেএসডি নেতা আনোয়ার মাস্টার, আমজাদ হোসেন, মনতাজ মেম্বার, ইউসুফ খান, আবুল খায়ের, শাজাহান মেম্বার, বুলু, দুলাল সর্দার, শামসু হাওলাদার মোক্তার হোসেন, দুলাল শহীদ ফরাজি সহ অসংখ্য নেতা কর্মী।

একই সময়ে রামগতি উপজেলায় র‍্যালি ও আলোচনা সভাসহ বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সেখানেও হাজার হাজার নেতা কর্মী সমর্থকদের ঢল নামে।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর উপজেলা