মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে বিনামূল্যে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে সার ও বীজ পাচ্ছেন ৫হাজার ৯শ’কৃষক।
রোববার দুপুরে উপজেলার স্পন্দন সম্মেলন কক্ষে এ বীজ ও রাসানিক সার সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর-০৪ (রামগতি-কমলনগর) সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য দীর্ঘ সময়ের অবহেলীত পশ্চাৎপদ নদী ভাঙ্গন কবলিত মানুষের আশার বাতিঘর, গণমানুষের নেতা, শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাসের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মো. শাহিন রানা, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তওহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নিজাম উদ্দিন চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা আক্তার সুমি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সফিক উদ্দিন প্রমূখ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা ষায়, ২০২৩-২৪ অর্থ বছরের প্রনোদনা কর্মসূচির আওতায় খরিপ-২, ২০২৪-২০২৫ মৌসুমে রোপা আমন ধানের উপসী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক ৫হাজার ৯’শ কৃষকের মাঝে জনপ্রতি উফশী বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি বিতরন করা হচ্ছে।