মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সকল কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি ও বীরমুক্তিযোদ্ধাসহ বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তি বর্গের সাথে নবাগত জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলার স্পন্দন সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাসের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সামছুদ্দিন মো. রেজা, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার শামিম খান, পল্লী বিদ্যুতের ডিজিএম নিতিশ সাহা, হাজিরহাট উপকূল কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মোতালেব, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার আবু তাহের, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, হাজিরহাট উপকূল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন, বিএনপি’র সভাপতি আবদুল কাদের, সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী, হাজিরহাট সরকারী মিল্লাত একাডেমির সহকারী প্রধান শিক্ষক সিরাজুল হক, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন ও জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি মাওলানা আবুল খায়েরসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।