খায়রুল আলম ফয়সাল, কিশোরগঞ্জ প্রতিনিধি: গণঅভ্যুত্থানের একমাস পূর্ণ হওয়ায় সারা দেশের ন্যায় কিশোরগঞ্জে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শহীদি মার্চ পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকালে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের মাঠ প্রাঙ্গন থেকে এ শহীদি মার্চ বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে, শহরের আখড়া বাজার পরম চত্বরে এসে শেষ হয়।
এসময় শহীদি মার্চের নেতৃত্ব দেন কিশোরগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক অভি চৌধুরী, ইকরাম হোসেন, এনামুল হক নাঈম, নুসরাত তাবাসুম, আফসানা ইসলাম, নাফি শিকদার, শেখ মুদ্দাসির, আলফাজ উদ্দিন মিশু প্রমুখ।
Please follow and like us: