মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ” স্মার্টফোনে আসক্তি, পড়াশোনার ক্ষতি” এই প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২২ এর বিজ্ঞান মেলা ও আলোসভা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর বারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও রুবাইয়াৎ ফেরদৌসী’র সভাপতিত্বে এ বিজ্ঞান মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলতাফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আনিছুর রহমানসহ উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক এবং শিক্ষার্থীবৃন্দ।
মেলায় উপজেলার মাধ্যমিক স্কুল -কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান ও প্রযুক্তি’র
১০টি স্টল পরিদর্শন করেছেন উপস্থিত অতিথিবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপার মুহাম্মদ মুশফিকুর রহমান। অনুষ্ঠান শেষে বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী বিজয়ী স্টলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।