মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করলেন সাবিহা ফাতেমাতুজ-জোহরা ।
সোমবার (১৯ আগস্ট ২০২৪ খ্রিঃ) সকালে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।
সাবিহা ফাতেমাতুজ-জোহরা ৩৪ তম বিসিএস (প্রশাসন)-এর একজন কর্মকর্তা। কুলিয়ারচরে যোগদানের আগে বিসিএস প্রশাসন একাডেমি ও এর আগে রাজশাহী জেলার মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ-জোহরা বলেন, চলমান পরিস্থিতিতে কুলিয়ারচর উপজেলার যে দায়িত্ব দেয়া হয়েছে সকলের সহযোগিতায় তা পালন করতে সর্বাত্মক চেষ্টা করব। এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে আমি বদ্ধ পরিকর। এর জন্য তিনি কুলিয়ারচর উপজেলার সুশীল সমাজ, কর্মকর্তা-কর্মচারী ও সকল স্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
প্রসঙ্গত, নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাশ্ববর্তী নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন।