১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ রাত ২:৪৫ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

তাড়াইলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ১০, ২০২৩ ১১:৩৮ অপরাহ্ণ

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ঘুস, অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার, ক্ষমতার অপব্যবহার এবং সরকারি সম্পদ ও অর্থ আত্মসাৎ সংক্রান্ত ‘দেশপ্রেমের শপথ নিন-দূর্নীতিকে বিদায় দিন’ শ্লোগানকে সামনে রেখে শিক্ষার্থী সমাবেশ, মানববন্ধন, দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর ও আলোচনা সভার মধ্য দিয়ে কিশোরগঞ্জের তাড়াইলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি শনিবার (৯ ডিসেম্বর) এসব কর্মসূচির আয়োজন করে। সকাল ১০টায় তাড়াইল উপজেলা পরিষদের সামনে শিক্ষার্থী সমাবেশ, মানববন্ধন ও দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল মামুন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মাওলানা নূর উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মনোরঞ্জন তালুকদার এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাশতুরা আমিনা, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম আবু মোতালিব, উপজেলা উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. মাহবুব আলম, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইম দাদ খান নওশাদ, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ফরিদ উদ্দিন, মো.আবুল কালাম ভূঞা প্রমুখ আলোচনায় অংশ নেন।

এসময় বক্তারা বলেন, আসুন- দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই। দুর্নীতি একটি দেশের উন্নয়নে অন্তরায়। তাই, প্রত্যেককে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। দুর্নীতিকারী ব্যক্তি দেশের শক্র। তাকে বোঝাতে হবে যে, সে খারাপ কাজ করছে।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর উপজেলা