মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চরপলাশ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) দিনব্যাপি বিদ্যালয় খেলার মাঠে এ অনুষ্ঠান হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম আহাদ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ নূর মোহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাশেদুল মাহমুদ রাসেল, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন, পাকুন্দিয়া পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, জেলা পরিষদের সদস্য মো. শফিকুল ইসলাম, সুখিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ টিটু, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, উপজেলা যুবলীগের আহবায়ক হেলাল উদ্দিন, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুন্নাহার, সহকারী প্রধান শিক্ষক মো. আবুল কালাম, সহকারী শিক্ষক নাজিমুল হক, মুখলেছুর রহমান আকন্দ প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
পুরষ্কার বিতরণ শেষে বিদ্যালয়ের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি নূর মোহাম্মদ।


 
                    







 
                                     
                                     
                                    








