৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ দুপুর ১:৫৮ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

পাকুন্দিয়ায় দলিল লেখক সমিতির নির্বাচনে প্রদীপ সভাপতি, আসাদ সম্পাদক

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মে ২৩, ২০২২ ৩:১৮ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা দলিল লেখক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২২ সম্পন্ন হয়েছে।

রবিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত স্বতঃস্ফুর্ত ভাবে সমিতির ৭০জন ভোটার নির্বিঘ্নে তাদের ভোট প্রদান করেন।

নির্বাচনের দায়িত্ব পালন করেন, দলিল লেখক সমিতির আহবায়ক আবদুল কাদির ও সিনিয়র সদস্য আবু বক্কুর ছিদ্দিক।

নির্বাচনে সভাপতি পদে তিন জন এবং সাধারণ সম্পাদক পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে প্রদীপ কুমার নাথ ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. সাইফুল ইসলাম স্বপন ২৬ ভোট পান। সাধারণ সম্পাদক পদে মো. আসাদুজ্জামান ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. আজাহারুল হক খোকন ২৬ ভোট পান।

অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন, সাংগঠনিক সম্পাদক পদে মো. এনামুল হক সুমন, দপ্তর সম্পদক পদে মো. মামুন মিয়া ও কোষাধ্যক্ষ পদে মো. নজরুল ইসলাম সরকার।
নির্বাচন অবাধ সুষ্ট ও নিরপেক্ষ হওয়ায় প্রার্থী ও ভোটাররা নির্বাচন কমিশনের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।

পাকুন্দিয়া সাব রেজিষ্ট্রির মো. মহসিন উদ্দিন আহম্মেদ জানান, সকলের সহযোগিতায় এই নির্বাচন সফল হয়েছে। আশাকরি নতুন কমিটি সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করবে।

সর্বশেষ - কমলনগর উপজেলা