মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন, চুরি, ডাকাতি ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুন) দুপুরে উপজেলার নারান্দী উচ্চ বিদ্যালয় মাঠে পাকুন্দিয়া থানা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
নারান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলামের সভাপিতত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদক প্রতিরোধ ও ইভটিজিং বিরোধী সচেতনতা মূলক বক্তব্য দেন কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আল আমিন হোসাইন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মতিউর রহমান, মুক্তিযোদ্ধা জমশেদ উদ্দিন, নারান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মাদক, ইভটিজিং, জঙ্গি, বাল্য বিবাহ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন, চুরি, ডাকাতি ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে সমাজের সকল শ্রেণিপেশার মানুষদের সহযোগিতা প্রয়োজন। মানুষ সচেতন হলে সমাজ থেকে অপরাধ কমে আসবে। সুষ্ট ও সুন্দর সমাজ গঠনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন বক্তারা।