পরিতোষ দাস, মদন (নেত্রকোনা) প্রতিনিধি: “পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার” এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে শুক্রবার নেত্রকোনার মদন উপজেলার প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আলম মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান, প্রভাষক মো. সিদ্দিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল বারী, উপজেলা সহকারি শিক্ষা অফিসার তারেক সালাউদ্দিন, মদন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহাঙ্গীর আলম, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক পরিতোষ দাস প্রমুখ।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রী ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
Please follow and like us: