পরিতোষ দাস, মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলা আওয়ামী লীগে উদ্যোগে দেশের বৃহত্তম রাজনৈতিক পুরনো দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মদন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালী পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ইফতেখারুল আলম খান চৌধুরী আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি সোহাগ প্রমূখ।
এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীগণ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।