Sunday, September 24, 2023

মোবাইল পানিতে ভিজলে দ্রুত যে কাজ করবেন

মোবাইল পানিতে ভিজলে দ্রুত যে কাজ করবেন

দৈনন্দিন জীবনে মোবাইল ফোনের গুরুত্ব যেন বেড়েই চলেছে। মোবাইল ঠিক থাকাটা অনেকটা নিজের সুস্থ থাকার মতই গুরুত্ব পাচ্ছে অনেকের কাছে। আসছে বর্ষাকাল, আর এই সময়ে বৃষ্টির পানিতে মোবাইল বিকল হওয়ার সুযোগ বেড়ে যায়।

সচেতনতার পরেও মোবাইল ভিজে গেলে কি করবেন?

বৃষ্টিতে ভিজে গেলে, সঙ্গে সঙ্গে মোবাইল ফোনের সুইচ অফ করতে হবে। এরফলে প্রাথমিক ভাবে বিপদের আশঙ্কা কিছুটা কমানো যাবে। ফোন বন্ধ করতে যত দেরি হবে, নষ্ট হওয়ার সম্ভাবনা ততই বাড়বে।

ব্যাটারি খুলে ফেলা

ফোন ভিজে গেলে ব্যবহার না করাই উত্তম। বিশেষ করে ভেজা ফোন বন্ধ করার পর সম্ভব হলে ফোনের সিম কার্ড ও ব্যাটারি খুলে ফেলা উচিত। এতে ক্ষতির পরিমাণ কমে।

ইলেকট্রিক বাল্বের কাছে রেখে দিন

শুকনো কাপড় বা টিস্যু কাগজ দিয়ে ফোন, ব্যাটারি এবং সিম কার্ড ভাল করে মুছে নিয়ে ফোনটিকে ইলেকট্রিক বাল্বের কাছে রেখে দিন। এভাবে ১০-১৫ মিনিটেই ভিজে থাকা ফোন শুকিয়ে যাবে। সম্ভব হলে সারা রাত ফোনটি বন্ধ করেই রাখুন। এরপর ব্যবহার করুন। এতে ফোন নষ্ট হওয়ার হাত থেকে রেহাই পাবে।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20
সর্বশেষ সংবাদ