Friday, May 26, 2023

রামগতিতে আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে বৈদ্যুতিক খুটিতে আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাবিল হোসেন (১৫) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) সকালে চর রমিজ ইউনিয়নের ৯নং ওয়ার্ডেও তার নিজ বসত বাড়ী ফরাজি বাড়ীর সামনে ঘটনাটি ঘটে।

জানা যায়, নাবিল তাদের বাড়ীর দরজায় বৈদ্যুতিক খুটির সাথে বিশ^কাপ ফুটবলে তার প্রিয় দল আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে উঠলে সে বিদ্যুতায়িত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নাবিল বিবির হাট রশীদিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র এবং এ এলাকার ফরাজি বাড়ীর মুরাদ উদ্দিনের বড় ছেলে।

এবিষয়ে রামগতি থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20
সর্বশেষ সংবাদ