মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে আনন্দ শোভাযাত্রা, বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, কেক কাটার মধ্য দিয়ে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৩ পালিত।
এ উপলক্ষে বুধবার (৪জানুয়ারী) বিকালে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠিত আনন্দ শোভাযাত্রা ও বর্ণাঢ্য র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি আকবর হোসেন সুখীর সভাপতিত্বে ও সাধারণ সস্পাদক মো. সাদ্দাম হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ মুরাদ, বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ, পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মো. রাহিদ হোসেন, পৌর আ’লীগ সভাপতি আবদুল ওয়ারেছ মোল্লা, উপজেলা আ’লীগ যুগ্ন সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন বাবর, উপজেলা যুবলীগ আহবায়ক মেজবাহ উদ্দিন ভিপি হেলাল, যুগ্ন আহবায়ক মো. শোয়াইব হোসেন খন্দকার। বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগের আহবায়ক আব্বাস হোসেন, কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ।
পরে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে কেক কাটেন আওয়ামী লীগ নেতারা।