মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৬ ফেব্রুয়ারী) বিকালে পৌর আলেকজান্ডার বাজার মাজার রোডে একতা সংঘের হল রুমে কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন উপজেলা শাখার আহবায়ক মাষ্টার মো. কামরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আবদুর রবের সঞ্চালনায় প্রধান অতিথি ছিেেলন জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি এড: মিঞা মো: বোরহান উদ্দিন বিটু, প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. আবু নাছের, বিশেষ অতিথি ছিলেন জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের ভূঞা, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি এম হাফিজ আহামেদ, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি মোমিন উল্যা মাষ্টার, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি একএম মনিরুদ্দিন মাষ্টার, বীরমুক্তিযোদ্ধা সালাউদ্দিন ভূঞা, কমলনগর উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহবায়ক আনিসুর রহমান হৃদয়। বক্তব্য রাখেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
সভা শেষে সকলের মতামতের ভিত্তিতে মাষ্টার মো. কামরুল ইসলাম কে আহবায়ক ও মো. আবদুর রব কে সদস্য সচিব করে নতুন কমিটি অনুমোদন করেন জেলা নেতৃবৃন্দ।