মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে বজ্রপাতে মো. দেলোয়ার হোসেন (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ আগষ্ট) বিকাল ৩ টার দিকে চর আলগী ইউনিয়নের ৩নং ওয়ার্ড সুফির বাজারের দক্ষিণ পূর্ব পাশে ফসলী ক্ষেতের মাঝে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে সে ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য মো. সফিক উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার এলাকার এই ছেলেটি মাঠে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়।
মো. দেলোয়ার হোসেন সুফির বাজার এলাকার তছলিমেগ বাড়ীর মো. মোস্তফা মিয়ার ছোট ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তুুনু চৌধুরী জানায়, বিষয়টি আমি জেনেছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করার জন্য উর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে।