রামগতিতে বীরমুক্তিযোদ্ধা আজাদ জামাল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে বীর মুক্তিযোদ্ধা আজাদ জামাল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে বীর মুক্তিযোদ্ধা আজাদ জামাল স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে চর রমিজ ইউনিয়নের বিবিরহাট রশীদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযো দ্ধা আবদুল ওয়াহেদ মুরাদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীরমুক্তিযাদ্ধা আবুল খায়ের মানিক, বিশিষ্ঠ ঠিকাদার ফরহান আজাদ, বিবির হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম ওসমান, বড়খেরী ইউপি সদস্য ওসমান গণি, সদস্য জমির উদ্দিন সগ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী খেলায় বড়খেরী ইউনিয়ন একাদশ ৩-০ গোলে আলেকজান্ডার জনতা বাজার ইয়াং ষ্টার ক্লাবকে পরাজিত করে।
উল্লেখ্য যে, মহান মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর রামগতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন আলহাজ মো. জামাল উদ্দিন মিয়া আর যুদ্ধকালীন সংগ্রাম কমিটি এফএফ এর নেয়াখালী ই জোন কমান্ডার ছিলেন তারই সহোদর বড় ভাই একেএম আবুল কালাম মো. আজাদ মিয়া। তাদের স্মরণে প্রতিবছর এ টুর্ণামেন্টের আয়োজন করা হয়।