মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির চর রমিজ ইউনিয়নের বিবিরহাট রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিনা আক্তারের বিরুদ্ধে তার বাক্তিগত ক্ষমতায় স্কুল বন্ধ রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যাকান্ডের স্মরণে শোক দিবস পালন করার অভিযোগ উঠেছে।
জানা যায়, ১৫ আগষ্ট সরকারী ছুটি বাতিল ও ক শ্রেণীর জাতীয় দিবস পালনের পূর্বের সরকারের সিদ্ধান্তটি বাতিল করে অর্ন্তবর্তীকালীন সরকার। এরই মধ্যে আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতারা দিবসটি পালনে সিদ্ধান্ত গ্রহন করে বার্তা প্রচার করে। সে সিদ্ধান্তের সাথে একমত পোষণ করে বিবিরহাট রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিনা আক্তার স্কুল বন্ধ করে শোক দিবস পালন করেন।
বেশ কয়েকজন শিক্ষার্থী, অভিভাবক ও স্কুল শিক্ষক এবং কর্মচারীরা জানায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিনা আক্তার ব্যাক্তিগত ভাবে আওয়ামী ঘরানার লোক। তাই তিনি স্কুল খোলার জন্য সরকারী কোন চিঠি পাননি বলে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার আদেশের পরও স্কুলটি বন্ধ করে রেখেছেন এবং বাড়ীতে বসে শোক দিবস পালন করছেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিনা আক্তারের কাছে জানতে চাইলে তিনি সদুত্তর না দিয়ে আবোল তাবোল কথা বলে এবং বিভিন্ন ধরনের খোড়া যুক্তি দেখিয়ে ফোন কেটে দেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দিদার হোসেন বলেন, সরকারের প্রজ্ঞাপন হিসেবে সকল বিদ্যালয়ের সাথে এ স্কুলটি খোলা থাকার কথা তবে কেন কি কারণে প্রধান শিক্ষক স্কুল খোলেননি তার খোজ খবর নিচ্ছি। কোন ধরনের গাফলতি থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।