মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: ধর্ম যার যার, রাষ্ট্র সবার শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগতিতে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ আগষ্ট) সকাল ১০টায় আলেকজান্ডার পৌর ২নং ওয়ার্ড বাবু তপন কুমার দাসের বাড়ীর মন্দির প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি এডভোকেট রতন লাল ভৌমিক, প্রধান বক্তা বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দেবনাথ, উদ্বোধন করেন রামগতি পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন।
সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা পরিষদের উপজেলা শাখার সভাপতি বাবু উদয়ন মজুমদার, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট নারায়ন ভক্ত, কেন্দ্রীয় যুব ঐক্যের যুগ্ন সাধারণ সম্পাদক শিমুল সাহা, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের উপজেলা সাংগঠনিক সম্পাদক লিটন দেবনাথ, যুব ঐক্যের উপজেলা সভাপতি রুপম দাস, সাধারণ সম্পাদক অভিজিৎ চৌধুরী মুন্না, ছাত্র ঐক্যের সভাপতি রিদয় দাস, সাধারণ সম্পাদক তনয় তালুকদার সহ নেতৃবৃন্দ।
সম্মেলনে সবগুলো ইউনিটের ২০ বছরের পুরানো কমিটিকে নতুন ভাবে অনুমোদন করা হয়।
নতুন করে সকলের মতামত বা ভোটাভুটির মধ্য দিয়ে কমিটি গঠন না হওয়ায় নবীণ ও তরুন এবং যুবকদের মধ্যে ক্ষোভ লক্ষ্য করা গেছে।
সংক্ষুব্দরা ক্ষোভ প্রকাশ করে, তারা নতুন করে ভোটাভুটি বা সকলের মতামতের ভিত্তিতে কমিটি গঠনের দাবী জানায়।