৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ রাত ৯:৫৯ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

রামগতির বিবিরহাট রশিদিয়ার প্রধান শিক্ষকের দুর্নীতি অনিয়মের তদন্তে ধোঁয়াশা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ১৫, ২০২৪ ১০:৫০ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির চররমিজ ইউনিয়নের বিবিরহাট রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিনা আক্তার রাখির বিরুদ্ধে ভুয়া মনগড়া এডহক কমিটি করে স্কুল ফান্ড থেকে লক্ষ লক্ষ টাকা আত্নসাৎ, পাতানো স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন আয়োজনের চেষ্টা, স্কুল বন্ধ রেখে ১৫ আগষ্ট শোক দিবস পালন, চতুর্থ শ্রেণীর কর্মচারীদের দিয়ে বাড়ীর কাজ করানো-কথায় কথায় তুচ্ছ ব্যবহার, হাজিরা খাতা তার ড্রয়ারে রেখে খাতায় সই দিতে না দেয়া, ক্ষমতার প্রভাব দেখিয়ে মারধর, মিথ্যা তথ্য দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্নসাৎ, বিভিন্ন সময়ে চাকুরীচ্যুতির ভয় দেখিয়ে অর্থ আদায় সহ নানান অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠার পর বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি তদন্তের দায়িত্ব প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ দিদার হোসেনকে, তবে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তা অস্বীকার করেন।

এদিকে বিষয়টি তদন্তে দুই কর্মকর্তার দুই ধরনের বক্তব্যে ন্যায় বিচার প্রাপ্তিতে শংকা প্রকাশ করে অভিযোগকারী কারিমুল হক সহ অন্যান্যরা জানান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তদন্ত নিয়ে গড়িমশি করছেন। প্রধান শিক্ষক তুহিনার কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে মাধ্যমিক কর্মকর্তা এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য শুরু করেছেন নানামূখী অপতৎপরতা। উপজেলা নির্বাহী অফিসার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দিলেও তিনি তা অস্বীকার করায় ভূক্তভোগীদের সন্দেহের তীর আরো ঘণীভূত হয়েছে বলে জানান তারা।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিনা আক্তারের কাছে জানতে চাইলে তিনি কাজে ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ দিদার হোসেন জানান, উপজেলা নির্বাহী অফিসারের দপ্তর থেকে বিষয়টির তদন্তে আমি কোন নির্দেশনা পাইনি।

তবে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন জানিয়েছেন, সংবাদ প্রকাশের পর বিষয়টি তিনি জেনেছেন, বিষয়টি তদন্তের জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।

উল্লেখ্য যে, ৪র্থ শ্রেণীর কর্মচারী কারিমুল হক, রিদয় মাহমুদ রাজু, নৈশ প্রহরী ওয়াছেক বিল্লাহর বেতন কর্তন, কর্মচারীদের মিথ্যা মামলায় জড়ানো, বিভিন্ন নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীর পক্ষে ভোট করানো, তুচ্ছ কথায় কর্মচারীদের মারধর, বেতনের বেশীরভাগ অংশ কর্তন, চাকুরী দেয়ার নামে লক্ষ টাকা ঘুষ গ্রহন, চাপ প্রয়োগ করে সাদা ষ্টাম্পে সাক্ষর আদায়, শেখ মুজিবুর রহমানের শোক দিবস পালন, তার মনগড়া ম্যানেজিং কমিটির আয়োজন, ভুয়া সাক্ষরে ও গায়েবী লোকের নামে প্রকল্প কমিটি দিয়ে উন্নয়ন প্রকল্পের নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ এনে সুবিচারের দাবীতে বিভিন্ন দপ্তরে আবেদন করেন।

ভূক্তভোগী স্কুলের কর্মচারী কারিমুল হক, হৃদয় মাহমুদ রাজু, ওয়াছেক বিল্লাহ জানায়, প্রধান শিক্ষক তুহিনা আক্তার তার মনগড়া স্বার্থ হাসিল এবং স্কুলের তহবিল তছরুপের জন্য সবাইকে অন্ধকারে রেখে তফসিল, ফরম বিতরণ, জমা সহ সকল বিষয় গোপন রেখে একটি পাতানো কাগুজে নির্বাচনের চেষ্টা করে। মাধ্যমিক শিক্ষা অফিস ও প্রধান শিক্ষক তুহিনা নির্বাচনের ফরম বিতরণ সহ সকল বিষয় নিয়ে পুরো দিনভর নানান ধরনের নাটক সাজায়। তারা তুহিনার সকল দুর্নীতি, খামখেয়ালীপনা ও পাতানো নির্বাচন আয়োজনের, কর্মচারীদের রাজনৈতিক দমনপীড়ন, নির্যাতন, মিথ্যা মামলায় জড়িত করার সুবিচার দাবী করে।

প্রধান শিক্ষক তুহিনা আক্তার স্বনামে বেনামে তার অনুগতদের নিয়ে সম্পূর্ণ বে-আইনী ভাবে একটি কাগুজে এডহক কমিটি করে স্কুলের একাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা উত্তোলন করে আত্নসাৎ করার অভিযোগ রয়েছে।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়ায় ৩৫০ বছরের পুরানো এক গম্বুজ বিশিষ্ট ঐতিহ্যবাহী আরঙ্গজের মসজিদ

কমলনগরে মেঘনার বাঁধ নির্মানে চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা

রামগতিতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং

কুলিয়ারচরে পৌর মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পাকুন্দিয়া মহিলা (অনার্স) কলেজ ও হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি হলেন অ্যাড. জালাল উদ্দিন

পত্নীতলায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

রামগতিতে সনাতন সম্প্রদায়ের প্রতিবাদী কর্মসূচী

ইটনায় ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপন

অষ্টগ্রামে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

পাকুন্দিয়ায় ৫ দিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন