৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বিকাল ৪:১৮ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর
  3. কিশোরগঞ্জ
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. নারী ও শিশু
  10. নোয়াখালি
  11. ফেনী
  12. বিনোদন
  13. ভোলা জেলা
  14. ময়মনসিংহ
  15. রাজনীতি

কমলনগরে অস্ত্রসহ যুবলীগ নেতা আটক

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ১০, ২০২১ ৯:৫৬ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে অস্ত্রসহ পুলিশের হাতে আটক হয়েছে উপজেলা আওয়ামী যুবলীগের অন্যতম সদস্য মো. মঈনুল ইসলাম প্রদীপ (৪০)।

মঙ্গলবার (০৯ নভেম্বর) রাত আনুমানিক ১টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের চর লরেঞ্চ গ্রামের ‘মাঝিরপুত মসজিদ’ এলাকা থেকে অস্ত্রসহ এক সহচরসহ তাকে আটক করে পুলিশ।

আটককৃতরা হচ্ছেন উপজেলা যুবলীগের সদস্য মঈনুল ইসলাম প্রদীপ ও তাঁর চাচাতো ভাই নাদিম (২২)।

প্রদীপ স্থানীয় চর লরেঞ্চ গ্রামের ফখরুল ইসলাম দুলাল জাপানির পুত্র অপরজন তারই চাচা মো. হুমায়ুন কবিরের পুত্র।

জানা যায়, চলমান ইউপি নির্বাচনে চর লরেঞ্চ ইউনিয়নের ০৭ নাম্বার ওয়ার্ডে নাছির উদ্দীন (তালা) ও মুরাদ (ফুটবল) সমর্থকদের মাঝে শুরু থেকে নির্বাচনী এলাকায় উভয় পক্ষের কর্মী সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করছিল। অস্ত্রসহ আটককৃত প্রদীপ ও নাদিম স্থানীয় ইউপি সদস্য প্রার্থী মুরাদ সমর্থক বলে জানা যায়।

ঘটনার রাতে প্রদীপ ও তার সহচর অস্ত্রসহ ঘোরাঘুরি করলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। এতে করে তারা কমলনগর থানা পুলিশকে গোপনে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে উত্তেজিত জনতার সামনে অস্ত্রধারীদের আটক করে।

এব্যাপারে ইউনিয়ন পরিষদ সদস্য পদপ্রার্থী মো. নাসির উদ্দীন (তালা) জানান, আসন্ন ভোটকে উপলক্ষ্য করে সন্ত্রাসীরা দেশি-বিদেশি অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিচ্ছে। তিনি আরো জানান, তিনি ও তাঁর ভাই লক্ষ্মীপুর জেলা পরিষদ সদস্য, কমলনগর উপজেলা যুবলীগের প্রথম সদস্য গিয়াস উদ্দিন মোল্লাকে প্রতিপক্ষের সন্ত্রাসীরা প্রাণ নাশের জন্য অস্ত্র সজ্জিত হয়ে হুমকি দিয়ে ভীতি ছড়াচ্ছে। তারই ধারাবাহিকতায় ঘটনাস্থল থেকে পুলিশ ও উত্তেজিত জনতা অস্ত্রসহ সন্ত্রাসীদের আটক করে।

তিনি আরো জানান তাঁকে ও তাঁর ভাইকে প্রাণনাশের উদ্দেশ্যে অস্ত্রধারীরা দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়েছে তাই তারা মামলা করার প্রস্তুতির কথা ও জানান।

এদিকে আটককৃতদের পরিবারের দাবি, তাদেরকে রাজনৈতিক হয়রানির জন্য পরিকল্পিত ভাবে ফাঁসানোর অপচেষ্টা করা হয়েছে।

এব্যাপারে প্রার্থী মুরাদ হোসেন (ফুটবল) জানান, আটককৃতরা তাঁর এলাকার ভোটারই নন। তারা পাশ্ববর্তী ওয়ার্ডের ভোটার। সেহেতু তাদের সহযোগিতা নেয়া সহিংসতা ঘটানো কিংবা তাদের সাথে তাঁর বিন্দুমাত্র সম্পর্ক তার নাই। তবে রাজনৈতিক গ্রুপিংয়ের কারণে অস্ত্র সরবরাহ ও ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে বলে তিনি জানান।

এবিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চর লরেঞ্চ ইউনিয়নের নির্বাচনী এলাকা থেকে পুলিশ অস্ত্রসহ দু’জনকে আটক করা হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর

আপনার জন্য নির্বাচিত

রামগতি কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ তৈয়ব আলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

রায়পুর ৬নং কেরোয়াবাসী হাজী ফিরোজকে নৌকার প্রার্থী ও ইউপি চেয়ারম্যান হিসেবে চায়

রামগতি মৎস্য কর্মকর্তার সাংবাদিকদের সাথে মতবিনিময়

রামগতিতে বর্ণাঢ্য কর্মসূচীতে মহান স্বাধীনতা দিবস পালিত

রামগতিতে জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে গরু বিতরণ

পাকুন্দিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্থানীয় কবি ও ছড়াকার খোকন মিয়া আহত

পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২২ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

পরীমণিসহ ব্যক্তিচরিত্র হননকারী সব কনটেন্ট সরাতে আইনি নোটিস

রামগতিতে বহুল আলোচিত মহিষ ফিরে পেলেন প্রকৃত মালিক

নান্দাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত