খায়রুল আলম ফয়সাল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর উদ্যোগে যুব দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক স্টেক দেহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ৪ ডিসেম্বর) সকালে শহরের একটি প্রশিক্ষণ হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি অলাভজনক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এসডিএফ এর প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম শামীম।
সংগঠনের ময়মনসিংহ অঞ্চলের পরিচালক সৈয়দ মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে ও জেলা কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ব্যবস্থাপক মো. মাহমুদ হাসান।
অনুষ্ঠানের জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. সাদিকুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান, সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. সোলায়মান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মো. আব্দুল মান্নান, সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সাইফ উদ্দিন আহমেদ, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আতাউর রহমান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
টেকসই উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র দূরীকরণের ভিশন নিয়ে এফডিএফ দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জে কাজ করছে। মানুষের সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামগত উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, পুষ্টি সচেতনতা ও সহায়তা প্রদান, পরিকল্পিত অর্থনৈতিক কর্মকান্ডের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক এবং উপযুক্ত অর্থায়নের জন্য সমন্বিত কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে সংস্থাটি।


















