মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থা’র আয়োজনে প্রতিবন্ধী শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই, ২০২৫) দুপুর ১২ টায় পৌরশহরের বড়খারচর মহল্লায় অবস্থিত কুলিয়ারচর প্রতিবন্ধী স্কুলের ভিতরে এ উপহার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি ফারজানা আক্তার (সাংবাদিক) এর সভাপতিত্বে ও কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, কুলিয়ারচর প্রেসক্লাবের আহবায়ক সদস্য ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. নাঈমুজ্জামান নাঈম, উপজেলা ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ তুহিন। অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন সুবর্ণ নাগরিক, প্রতিবন্ধী শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, “প্রতিবন্ধীরা সমাজের জন্য বোঝা নয়, বরং যথাযথ প্রশিক্ষণ, শিক্ষা ও সুযোগের মাধ্যমে তারাও সমাজের মূলধারায় অবদান রাখতে পারে। তারা বলেন, সরকার, সমাজ ও পরিবারের সবাইকে এগিয়ে আসতে হবে তাদের পাশে দাঁড়ানোর জন্য।” এসময় প্রতিবন্ধীদের একাধিক অভিভাবকরা এ আয়োজনে খুশি হয়ে কুলিয়ারচর সেবা সংস্থা’র সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
সভা শেষে উপস্থিত অতিথি কর্তৃক প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।