মো. নাঈমুজ্জামান নাঈম, কিশোরগঞ্জ (কুলিয়ারচর) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৩২টি পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রণমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সাবিহা ফাতেমাতুজ- জোহরা।
মঙ্গলবার (২০মে, ২০২৫) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও কুলিয়ারচর পৌরসভার আয়োজনে দুই দিনব্যাপী কর্মশালার শুভ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান, ৩২টি পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রণমেন্টাল স্যানিটেশন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মো. শেখ ফরিদ ও সোশ্যাল ডেভেলপমেন্ট অফিসার মো. বাবুল আখতার, পৌরসভার সহকারী প্রকৌশলী আবু আহসান ভূঁইয়া, উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মো. সোলায়মান।
দুই দিনব্যাপী কর্মশালায় প্রথম দিনে শিক্ষক, মসজিদের ইমাম ও সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার ৪০ জন লোক অংশগ্রহণ করেন।