মঞ্জুরুলহক মঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যার পর কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদি) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও পাকুন্দিয়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার মির্জাপুর, বাহাদিয়া, থানাঘাট, মঠখোলা বাজারসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। রাত ১০টা পর্যন্ত এ কর্মসূচি চলে।
এর আগে গত শনিবার বিকেলে তিনি কটিয়াদী উপজেলার সদর, আছমিতা, বানিয়াগ্রাম ও মধ্যপাড়া বাজারেও গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া পৌর বিএনপি’র সভাপতি এস.এ.এম মিনহাজ উদ্দীন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ ও আব্দুস সাত্তার, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন রিপন, বিএনপি নেতা বজলুর রহমান, ছাত্রনেতা মানিক, চরফরাদী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বাছির উদ্দীন বাচ্চু, এগারসিন্দুর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক বাচ্চু মিয়াসহ শতাধিক নেতাকর্মী।
অ্যাড. জালাল উদ্দীন বলেন, “বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পথ সুগম করবে। আগামী দিনে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এ সময় সমর্থকেরা দাবি করেন, কিশোরগঞ্জ-২ আসনে অ্যাড. জালাল উদ্দীনকে দলীয় মনোনয়ন দেওয়া হলে বিজয় নিশ্চিত হবে।