৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ বিকাল ৪:৪২ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

পাকুন্দিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্য সেবার উদ্বোধন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ১৪, ২০২৩ ৫:৪৩ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক বিশেষ স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে ভার্চুয়ালী যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ডা. জাহিদ মালেক।

এ সময় উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান রনি, গাইনী এন্ড অবস্ বিশেষজ্ঞ ডা. শাহ মো. হাসানুর রহমান, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা. খালেদ মাহমুদ, মেডিকেল অফিসার ডা. মেহেরুন্নেছা তমা, ডা. আকলিমা ইয়াসমিন, ডা. মো. সজীবুল ইসলাম, ডা. মো. আল আমিন, ডা. মো. মিঠুন রানা, ডা. মাহফুজা আক্তার, ডা. বাইতুন জাবিন সেতু, ডা. জাকিয়া জয়নাল, ডা. ফারজানা জামান পুনম, ডা. ফাতেমা জাহান শিমুল, ডা. মো. ফারুক প্রধান, ডা. প্রবাল সরকার, ডা. মুবাশশির আহমদ, ডা. এম.এস. দিপন, ডা. মো. নাজিবুল হক, ডা. সুমাইয়া রহমান, ডা. আলমগীর হোসেন প্রমুখ।

কনফারেন্স শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের চেম্বারে আনুষ্ঠানিক ভাবে বৈকালিক স্বাস্থ্য সেবা চালু ও রোগী দেখেন চিকিৎসকরা। স্বল্প খরচে স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নিতে পেরে রোগী ও তাদের স্বজনরা সন্তেুাষ প্রকাশ করেছেন।

এখন থেকে সরকারী ও সাপ্তাহিক ছুটির দিন ব্যতিত অন্যান্য দিন বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত এ সেবা কার্যক্রম চালু থাকবে। এ সময় মেডিসিন, হৃদরোগ, গাইনী, সার্জারী, অর্থ সাজারী ও শিশু বিভাগের চিকিৎসকরা রোস্টার অনুযায়ী নির্ধারিত চেম্বারে রোগী দেখবেন। সেখানে সরকারী মূল্যে পরীক্ষা-নিরীক্ষাসহ বিভিন্ন সেবা দেওয়া হবে। নতুন করে দেশের ১৩২টি সরকারী হাসপাতালে এ বৈকালিক স্বাস্থ্য সেবার উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে রয়েছে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

প্রথম দিনে বৈকালিক স্বাস্থ্য সেবা প্রদান করেন, গাইনী এবং অবস বিশেষজ্ঞ ডা. মো. হাসানুর রহমান। এ সময় তার কাছে শাহনাজ পারভীন (৫৭) নামের একজন রোগী চিকিৎসা নেন। চিকিৎসা শেষে শাহনাজ পারভীন বলেন, মাত্র ৩০০টাকায় বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা সেবা নিতে পেরে আমার খুবই ভালো লাগছে। এ কার্যক্রম যদি নিয়মিত চালু থাকে তাহলে দিন দিন রোগী অনেক বাড়বে।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান বলেন, এখন থেকে রোগীরা বাইরে কোন ডাক্তারের চেম্বারে না গিয়ে এ হাসপাতালেই স্বল্প খরচে ডাক্তার দেখাতে পারবেন। পাশাপাশি তাদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাও সরকারী খরচে এ হাসপাতালেই করতে পারবেন। প্রয়োজনে হাসপাতালের অপারেশন থিয়েটারটিও চালু থাকবে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

হাওরে সারের বাফার গুদাম করা হবে: কৃষিবিদ ছাইফুল আলম

কমলনগরে গ্রামীণ ব্যাংকে দুর্ধর্ষ চুরি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সদস্যদের দিকনির্দেশনা দিলেন, আরএমপি’র পুলিশ কমিশনার

রামগতিতে সম্পত্তি নিয়ে বিরোধে মারামারি বাড়ীঘরে হামলা আহত-৪

পাকুন্দিয়ায় চরপলাশ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় চার কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

অষ্টগ্রামে দূর্নীতি দমন কমিশনের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রামগতিতে শহীদ শামীমের পরিবারকে জামায়াতের আর্থিক উপহার প্রদান

কমলনগরে স্কুল সভাপতিকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও র‌্যালি

কিশোরগঞ্জের মিঠামইনে সন্ত্রাসী হামলায় পাঁচজন গুরুতর আহত