মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: রামগতি উপজেলা গণঅধিকার পরিষদ ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে এক শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের উপর পুলিশ ও যৌথবাহিনীর হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়।
শনিবার বিকেলে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি আ স ম আবদুর রব সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়ে আলেকজান্ডার আর্মি ক্যাম্প ঘুরে আলেকজান্ডার রহমানিয়া মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এসময় বক্তারা হামলার তীব্র নিন্দা জানান এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
জেলা ছাত্র অধিকার পরিষদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাকিব আহমেদ বলেন, “ভিপি নুরুল হক নুরের উপর হামলা মূলত ভয়ংকর কিছু ইঙ্গিত দেয়।” তিনি নুরের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান।
শান্তিপূর্ণভাবে সম্পন্ন বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করেন।


















