৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ৯:৩৫ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

রংপুরে দুই বাসের সংঘর্ষে নিহত বাস শ্রমিকের বাড়ীতে শোকের মাতম

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ৬, ২০২২ ১১:৩৩ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বাস শ্রমিক নয়নের রামগতি পৌরসভার নিজ বাড়ীতে চলছে শোকের মাতম।

রোববার (৪সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ খারুভাজ সেতুর কাছে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়। নিহতদের মধ্যে ঢাকা-রংপুরগামী বাসের ড্রাইভার নয়ন (২৮) ঘটনাস্থলে নিহত হয়।

নিহত বাস ড্রাইভার নয়নের বাড়ী রামগতি পৌরসভার ৮নং ওয়ার্ডে।
সে এ এলাকার মরহুম আবু তাহেরের ছেলে।

স্বজনরা জানায়, সে দ্বীর্ঘদিন থেকে ঢাকা-রংপুর রুটের বাস ড্রাইভারের পেশায় নিয়োজিত ছিলেন।
মঙ্গলবার বিকালে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মূর্তজা আল আমিন জানান, নয়ন পেশায় একজন বাস শ্রমিক ছিলো। সে দ্বীর্ঘদিন থেকে ঢাকা-রংপুর রুটে বাস ডাইভিং পেশায় নিয়োজিত ছিলো। তার মর্মান্তিক অকাল মৃত্যুতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

সর্বশেষ - কমলনগর উপজেলা