২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ বিকাল ৩:০৭ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে কৃষকদের মাঝে উফসী আউশের প্রণোদনা বিতরণ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ২১, ২০২৫ ১১:৫৫ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে কৃষকদের মাঝে উফসী আউশ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারী প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে ২০২৪-২৫ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ: ১/২০২৪-২৫ মৌসুমে আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদানের এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবীদ মো. মজিবুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ ওমর ফারুক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সৌরভ-উজ-জামান, সমাজসেবা কর্মকর্তা বজলুল করিম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গোলাম মাওলা, সহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ, ছাত্রঅধিকার পরিষদের সৌরভ গাজী, সাংবাদিক, কৃষক ও কৃষাণীরা।

অতিথিবৃন্দ প্রণোদনা প্রাপ্ত উপজেলার প্রায় ৩৫ শত কৃষক-কৃষাণীর মাঝে প্রনোদণার উপকরনের ৫ কেজি উফসী আউশের বীজ, ১০ কেজি ইউরিয়া, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

এ সময় সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন তার বক্তব্যে বলেন, মহান আল্লাহর অশেষ কৃপায় আমাদের প্রিয় রামগতি বৃহত্তর নোয়াখালীর শস্য ভান্ডারের উৎপাদনের লক্ষ্যমাত্রার সীমারেখা অতিক্রম করেছি। এখন আমাদের আরো কাজ করে কৃষির সকল ক্ষেত্রে সম্পূর্ণ সমৃদ্ধি অর্জন করতে হবে।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা