মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামের অর্থায়নে স্থানীয় জনগণের সহযোগিতায় চরপোড়াগছা ইউনিয়নের চারটি স্থানে কাঠের পোল নির্মাণ করা হয়েছে।
উপজেলার ৩ নং চর পোড়াগাছা ইউনিয়নের ৬, ৭ ও ৮নং ওয়ার্ডের সংযোগ স্থানে অতি বৃষ্টির কারণে সৃষ্টি হয় জলাবদ্ধতার। যার ফলে রাস্তা কেটে পানি সরানোর জায়গা করে দিতে হয় স্থানীয় জনগণকে। পানি নেমে যাওয়ার পর জনগণের চলাচলে পড়ে এবার দুর্ভোগে । জনগণের দুর্ভোগ লাগবে এগিয়ে আসে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অর্থায়নে ও স্থানীয় জনগণের সহযোগিতায় চারটি কাঠের পোল তৈরির ব্যবস্থা করেন উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ। জনদুর্ভোগ লাঘবে গত কয়েকদিন ধরে এ কাঠের পুল নির্মাণ কাজ করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভুলয়া নদীর জমে থাকা পলি অপসারণ করে পানি প্রবাহ স্বাভাবিক করার জন্য ভুলুয়া নদীর পলি অপসারণে স্থানীয় জনগণ ও দলীয় কর্মীরা স্বেচ্ছাশ্রমে কাজ করে বিশেষ ভূমিকা পালন করে বলে জানা যায়।
এসময় উপস্থিত ছিলেন রামাগতি উপজেলা জামায়াতের সংগ্রামি আমির মাও আবদুর রহিম ও স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।