মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির লম্ভাখালীর দ্বীপচরে নতুন গজিয়ে উঠা নব্য দখলবাজ আমজাদ দুই কৃষি শ্রমিককে পিটিয়ে গুরুতর আহত করার কবর পাওয়া গেছে।
স্থানীয় বাথান মালিকরা আহত কৃষক কাশেম ও খুরশদিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ শয্যা হাসপাতালে ভর্তি করে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে ঘটনাটি ঘটেছে আলেকজান্ডার ইউনিয়নের দ্বীপচর লম্বাখালীতে মীর নুরনবী হাওলাদারের মহিষ খামারের পাশে পরিত্যক্ত ঘাসের জমিতে।
স্থানীয়রা জানায়, আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামের মৃত মুনাফ হাওলাদারের ছেলে আমজাদ হাওলাদার জুলাই আাগষ্ট গণঅভ্যূত্থানে সরকার পতনের পর মেতে উঠে সন্ত্রাসী হামলা, লুটপাট, চাঁদাবাজি আর দখল বাণিজ্যে। সরকার পতনের দিন পৌর আলেকজান্ডার বাজার একজন মহিষ বাথান মালিককে মারধর করে তার মোটরসাইকেলটি পুড়িয়ে দেয় সে। লম্বাখালীর চরে তার বা তাদের পরিবারের কোন জমি নেই। আমজাদ একটি রাজনৈতিক দলের এক প্রভাবশালী যুব নেতার ছত্রছায়ায় লম্বাখালীর চরে জমি চাষাবাদে তার ট্রাক্টর দিয়ে জোরপূর্বক সকল ভূমিহীনের জমি চাষ করে বাড়তি ট্রাক্টর ভাড়া আদায় করে। এছাড়া সে ঐ চরে বেশ কিছু জমি জোরপূর্বক দখল করে নিয়ে সেই জমিতে ধান চাষ করে। এছাড়াও তার বিরুদ্ধে বাথান মালিক ও ভূমিহীনদের মারধর, চরের জমি দখল, ভূমিহীনদের থেকে জোরপূর্বক চাঁদা আদায় সহ নানান অভিযোগ রয়েছে।
ভূক্তভোগী কৃষি শ্রমিক আবুল কাশেম ও খুরশিদ বাতানি জানান, আমরা সকালে মহিষ ও ভেড়া নিয়ে খাস খাওয়ানোর সময় আমজাদ আমাদের উপর হামলার করে বেধড়ক মারধর করে। আমরা অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা আমাদের উদ্ধার করে উপজেলা ৩১ শয্যা হাসপাতালে নিয়ে আসে।
এবিষয়ে আমজাদের কাছে জানতে চাইলে বলেন, এরা প্রায়ই ভেড়া দিয়ে আমার জমির ফসল নষ্ট করে। সকালে ফসল নষ্ট করার সংবাদে চরে গিয়ে দেখি বিষয়টি সত্য। তখন ভেড়া জমি থেকে উঠিয়ে দিয়ে তাদের এমন কাজ না করতে নিষেধ করি। তাদের কোন ধরনের মারধর করা হয় নাই। এর আগে আপনি এ চরে চাষাবাদ করেছেন কিনা বা এই চরে আপনাদের জমি আছে কিনা এমন প্রশ্নের উত্তরে পাশ কেটে গিয়ে উত্তেজিত হয়ে বাথান মালিকদের গালমন্দ করে তাদের বিরুদ্ধে নানান ধরনের বিষোধগার করেন।