২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ দুপুর ১২:৪৪ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতি ঢাকা রুটের বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে নিহত-১

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ৩, ২০২২ ১১:০৪ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি টু ঢাকা রুটের হিমাচল পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে সুপারভাইজার মো. বাদশা আলম (৩৫) নিহত হয়েছেন।

বুধবার (৩ আগস্ট) ভোরে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মটবী এলাকায় ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্য ৬ যাত্রী আহত হয়েছেন।

চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

রামগতি পৌরসভার ৮নং ওর্য়াড এলাকার শিক্ষা গ্রামের ইয়াছিন মিয়া বাড়ীর মো. আবদুল মালেকের ছেলে সুপারভাইজার বাদশা ঘটনাস্থলেই নিহত হন।

আহতরা হলেন বাস স্টাফ মফিজুল ইসলাম, যাত্রী রাজন আহমেদ, মাহমুদুল হাসান, দেলোয়ার হোসেন, আদিব রহমান ও শাহাদাত হোসেন।
আহতদের বরাত দিয়ে এসআই ওমর ফারুক জানান, রামগতি থেকে যাত্রী নিয়ে হিমাচল পরিবহনের বাসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে এক সিএনজিচালিত অটোরিকশা বেপোরোয়া গতিতে বাসের সামনে চলে আসে। এতে সিএনজিটিকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। বাস উদ্ধারের চেষ্টা চলছে।

বাস স্টাফ মফিজুল ইসলাম জানান, অটোরিকশায় যাত্রী ছিল। যদি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হতো, তাহলে আরও বড় দুর্ঘটনা ঘটতো। অটোরিকশাকে রক্ষা করতে গিয়েই বাসটি দুর্ঘটনার শিকার হয়। এতে তার এক সহকর্মী মারা গেছেন।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদীন জানান, সকালে সড়ক দুর্ঘটনায় হতাহতদের হাসপাতালে আনে পুলিশ। এদের মধ্যে একজন মারা গেছেন। আহত ৬ ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হিমাচলের পরিচালক জানান, বাদশা হিমাচল পরিবারের বিশ্বস্ত একজন কর্মী ছিলেন। তার অকাল মৃত্যুতে আমরা দ্বীর্ঘদিনের একজন সহযোদ্ধাকে হারালাম। আমরা তার বিদ্রেহী আত্নার মাগফেরাত কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

নিহতের দাপনের জন্য জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন আকন্দ এর পক্ষ থেকে মরহুমের পরিবারের হাতে বিশ হাজার টাকা তুলে দেন রামগতি উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরী।

তার অকাল মুত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

সর্বশেষ - রামগতি উপজেলা