১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ১১:১৫ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

বাজিতপুরে রিপোর্টার্স ক্লাবের প্রভাত ফেরী ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ২:১৩ অপরাহ্ণ

ইফরানুল হক সেতু, বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাজিতপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে প্রভাত ফেরী ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। কর্মসূচিটি অনুষ্ঠিত হয় বাজিতপুর কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে।

প্রভাত ফেরী ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন মানিক, সিনিয়র সহ-সভাপতি হোসেন মাহবুব কামাল, সহ-সভাপতি মো. ফারুক মিয়া, কোষাধ্যক্ষ আব্দুস ছলিম, দপ্তর সম্পাদক রাজ্জাকুন্নাহার সুমী, প্রচার সম্পাদক ইফরানুল হক সেতু এবং সম্মানিত সদস্য শেখ মো. জসীম।

উপস্থিত বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, মাতৃভাষার অধিকার রক্ষায় ১৯৫২ সালের ভাষা আন্দোলন আমাদের ইতিহাসের অন্যতম গৌরবময় অধ্যায়। এদিনটি আমাদের ভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষার প্রতীক। বক্তারা আরও বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগকে চিরস্মরণীয় রাখতে আমাদের মাতৃভাষার সঠিক চর্চা ও বিকাশ নিশ্চিত করা উচিত।

অনুষ্ঠানের শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত