৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ সন্ধ্যা ৬:১২ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর
  3. কিশোরগঞ্জ
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. নারী ও শিশু
  10. নোয়াখালি
  11. ফেনী
  12. বিনোদন
  13. ভোলা জেলা
  14. ময়মনসিংহ
  15. রাজনীতি

ঈদের নামাজ পড়া নিয়ে নিহতের জের: ২ আসামী গ্রেপ্তার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মে ১০, ২০২৩ ১:১৮ পূর্বাহ্ণ

মো: জাকির হোসেন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত আদায়কে কেন্দ্র করে বীরকাটিহারী গ্রামে সংঘর্ষে চাঞ্চল্যকর নজরুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামী তাইজ উদ্দিন তাজু (৪৫) ও হৃদয় মিয়া (২৫) কে পুলিশ প্রেপ্তার করেছে।

তাইজ উদ্দিন মৃত কেরামত আলীর ও হৃদয় মিয়া নাজিম উদ্দিনের ছেলে। তারা ওই এলাকার বাসিন্দা। হত্যার পর থেকে আসামী আত্ম গোপনে থাকায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আসছিলো। এরই ধারাবহিকতায় শনিবার ভোরে গাজীপুর থেকে তাদের আটক করতে সক্ষম হয় হোসেনপুর থানা পুলিশ।

পুলিশ ও মামলার এজহার সূত্রে জানা যায়, এ বছর পবিত্র ঈদ উল ফিতরের (২২ এপ্রিল, শনিবার) দিন উপজেলার জিনারী ইউনিয়নের বীরকাটিহারী গ্রামের মড়ল বাড়ি ঈদগাঁ মাঠে আগে-পড়ে নামাজ পড়া নিয়ে সালাম ভুঁইয়া ও দুলাল ভুঁইয়ার গ্রুপে সংঘর্ষ হয়। এতে দুলাল ভুঁইয়ার পক্ষের নজরুল ইসলাম নিহত হন। এ ছাড়াও আরো ৩০ জনের মত আহত হন। এ ঘটনায় পরে নিহতের পিতা মফিজ উদ্দিন বাদী হয়ে হোসেনপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৬ জনের নামাল্লেখ, আরো ১০/১২ জনকে অজ্ঞাত করে আসামী করা হয়।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু নিহতের জানায়, পূর্ব বক্তব্যে ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতি বদ্ধ হন। তিনি আরো জানান, আসামী আটক করতে সহযোগী এসআই সুশান্ত চন্দ্র সরকার, এসআই মিল্টন মিয়া, এসআই শাহীন মিয়া, এসআই শরীফুল ইসলাম, এসআই তুহিন মিয়া ও কনস্টেবল ওমর ফারুকের লাগাতার অভিযানে গাজীপুর থেকে পলাতক হওয়া আসামী গ্রেপ্তার করা হয়। আসামীদ্বয় শনিবার (৬ মে ২০২৩) কিশোরগঞ্জ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম জিনাত আরা আক্তারের কাছে পুলিশের উপস্থিতিতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পর আদালত তাঁদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। ওসি বলেন, খুব শীঘ্রই অন্যান্য আসামিদের গ্রেপ্তার করা হবে। পলাতক হওয়া অপরাধীদের স্বাভাবসুলভ আচরণ। কিন্তু জড়িত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা পুলিশের অন্যতম দায়িত্ব।

হোসেনপুরে ঈদের নামাজ পড়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর