মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: কমলনগরে গৃহবধূকে ধর্ষণ ঘটনার অভিযোগে অভিযুক্ত মোঃ জসিম (২৫) ও মো. ফয়সাল (৩২) সহ পৃথক মামলায় দুই ব্যক্তিকে শনিবার সকালে গ্রেফতার করেছে পুলিশ।
উপজেলার মধ্য চরমার্টিন গ্রামের গৃহবধূ গত বুধবার রাতে ধর্ষণের শিকার হন। এ ব্যাপারে কমলনগর থানায় মামলা হয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, ধর্ষণের শিকার ওই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া যায়। পৃথক অভিযানে অন্য আসামি মো. ফয়সালকে গ্রেফতার করা হয়।
ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে অপরদিকে গ্রেফতারকৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।