১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ বিকাল ৪:০৮ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

হোসেনপুরে দেশের দ্বিতীয় বৃহত্তম স্নানোৎসব

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ৬, ২০২৫ ১১:১৪ অপরাহ্ণ

মোহাম্মদ জাকির হোসেন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর দেশের দ্বিতীয় বৃহত্তম অষ্টমী স্নানোৎসব উদযাপন করা হয়েছে। ধারণা করা হয় যে প্রতিবছরের মতো এবারোও নায়ায়ণগঞ্জের লাঙ্গল বন্ধের পর এটিই দেশের দ্বিতীয় বৃহত্তম স্নানোৎসব।

হোসেনপুর-গফরগাঁও সীমানা ঘেঁষে পুরাতন ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অষ্টমীস্নানে লাখো পূণ্যার্থীর ঢল নেমেছে ছিলো। স্নানোৎসব শেষে কুলেশ্বরী দেবালয় মন্দিরে গিয়ে প্রাসাদ বিতরণের পর ঘন্টা বাজিয়ে সৃষ্টি কর্তার নিকট মনোভাসনা প্রার্থনা করতে দেখা যায় পূর্ণাথীদের। স্নানোৎসব শেষে ভগবানের কৃপা ও পাপমুক্তির আশায় নারী-শিশু ও বৃদ্ধরাও বাদ যায়নি।

শনিবার (৫ এপ্রিল) ভোর থেকে শুরু হয়ে সকাল ১টা পর্যন্ত হোসেনপুর হোসেনপুর বাজার থেকে দুই কিলোমিটার এলাকায় লোকসমাগম উৎসবে পরিণত হয়। সনাতনধর্মালম্বীদের পাশাপাশি অন্যান্য ধর্মের লোকরাও তা উপভোগ করতে ছুটে আসেন। উপজেলা প্রশাসনের সহযোগিতায় অষ্টমী স্নানোৎসবের আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হোসেনপুর উপজেলা শাখা ও পৌর শাখা।

অষ্টমী স্নান পরিদর্শন করেন-হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন,হোসেনপুর উপজেলা বিএনপির আহবায়ক মো. জহিরুল ইসলাম মবিন,পৌর বিএনপি’র আহবায়ক একেএম শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মানছুরুল হক রবিন, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি মজুমদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমল চন্দ্র দেব জগাই ,সহ-সভাপতি দিলীপ কুমার সরকার, পৌর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবল চন্দ্র বনিক (তাপস), উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক উজ্জ্বল কুমার সরকার ও যুগ্ম সাধারণ সম্পাদক তাপস দেবনাথ প্রমুখ।

অষ্টমী স্নান উপলক্ষে হোসেনপুর উপজেলা বিএনপি’র আহবায়ক জহিরুল ইসলাম মবিনের উদ্যাগে পুণ্যার্থীদের মাঝে খাবার পানি, ফল ও শুকনো খাবার সরবরাহ করা হয়।

অষ্টমী স্নান উপলক্ষ্যে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীর, ঐতিহ্যবাহী কুলেশ্বরী বাড়ী ও মাঠ ও রামপুর বাজারে বসে অষ্টমীর মেলা। মেলায় দোকানিরা নানা খেলনা, মিষ্টি জাতীয় খাবার ও বাহারি গ্রামীণ পণ্যের পসরা সাজিয়ে বসেন। অষ্টমীর স্নানোৎসব ও মেলাকে কেন্দ্র উপজেলার সর্বত্রই উৎসবের আমেজ বিরাজ করে।

কিশোরগঞ্জ সদর থেকে অষ্টমী স্নানে আসা শ্রীপা সরকার বলেন, ‘প্রতিবছরই এখানে স্নান করতে আসি। এবারও একটি সুন্দর আয়োজন হয়েছে। এখানে অনেক মানুষ স্নান করতে আসেন।’

কিশোরগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রদীপ কুমার সরকার জানান, ধর্মীয় রীতি অনুযায়ী গীতাপাঠ, মাল্যজপ, ধ্যান, প্রসাদ বিতরণ, হরিনাম সংকীর্তনের মধ্যদিয়ে পূণ্যার্থীরা স্নানোৎসব সম্পন্ন করেন। জেলার ১৩টি উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও, নান্দাইল, ঈশ্বরগঞ্জ থেকেও পূণ্যার্থীরা অংশ নেন উৎসবে।

হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা জানান, ‘সুন্দর ও উৎসব মুখর পরিবেশে অষ্টমী স্নান উৎসব সম্পন্ন হয়েছে। গত বছরের তুলনায় এবার বেশী পুণ্যার্থী এসেছে।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

নান্দাইলে বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ গেল ছাত্রলীগ নেতার

কুলিয়ারচরে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ পালিত

ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফে কেন্দ্রীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত

নান্দাইলে ৭৩জন চেয়ারম্যানের মনোনয়ন পত্র দাখিল

পাকুন্দিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে গরু বিতরণ করেন এমপি তুহিন

রামগঞ্জের নৌকা প্রার্থীদের ভরাডুবি ৬ ইউপিতে স্বতন্ত্র ৪টিতে নৌকা প্রার্থীর জয়

রামগতিতে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আলোচনা সভা

রামগতি কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ তৈয়ব আলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

৫ দিনের নির্বাচনী এলাকায় সফরে এমপি মো. আবদুল্লাহ আল মামুন