মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত “ক্যারিয়ার গাইডলাইন” কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০ ঘটিকায় হাজিরহাট উপকূল সরকারি কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ ছাত্র শিবির কমলনগর শাখার সভাপতি সাকিব আল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সভাপতি মু. আবদুর রহমান।
উপজেলা ছাত্র শিবির সেক্রেটারি জিল্লাল আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপকূল সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর জামাল উদ্দিন তালুকদার, উপজেলা জামায়াত আমীর মাওলানা আবুল খায়ের, জেলা শিবিরের দফতর সম্পাদক পারভেজ হোসেন, কলেজ সম্পাদক আবদুল মোতালেব, উপকূল সরকারি কলেজ সভাপতি মুজাহিদুল ইসলাম রাকিবসহ প্রমূখ।
অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত হয়।


















