নুরুল হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টেকনাফ সরকারি কলেজে অবসর গ্রহণ উপলক্ষে সাবেক অধ্যক্ষ মো. শামসুল আলম এর সম্মানে এক বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় টেকনাফ সরকারি কলেজের মাঠে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলা বিভাগের প্রভাষক ফারিয়েল সামিহা’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেকনাফ সরকারি কলেজের অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন। তিনি বলেন, অধ্যক্ষ শামসুল আলম ছিলেন একজন আদর্শ শিক্ষাবিদ, সৎ ও অনুকরণীয় মানুষ। তাঁর কর্মনিষ্ঠা ও নেতৃত্বে কলেজের মানোন্নয়ন সম্ভব হয়েছে। তিনি অধ্যক্ষ শামসুল আলমের দীর্ঘ শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করে বলেন, “তিনি ছিলেন শিক্ষার্থীবান্ধব ও মানবিক নেতৃত্বের প্রতীক। পরে বিদায়ী অধ্যক্ষ মো. শামসুল আলম আবেগঘন কণ্ঠে বলেন, এই কলেজ আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। সহকর্মী, ছাত্রছাত্রী ও এলাকার মানুষের ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ।
অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। শিক্ষার্থী ও সহকর্মীরা তাঁর অবদানের প্রশংসা করে ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।


















