৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ সন্ধ্যা ৬:০৪ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

নান্দাইলে নিরাপদ সড়ক চাই কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ২৬, ২০২১ ১০:৫৬ অপরাহ্ণ

মো. শফিকুল ইসলাম শফিক, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলা নিরাপদ সড়ক চাই (নিসচা) কমিটির এক সভা রোববার (৮ই আগষ্ট) বিকালে নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে কমিটির সভাপতি মো. আসাদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

অর্থ সম্পাদক মিজানুর রহমান সাগরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নিরাপদ সড়ক চাই আন্দোলন জোরদার করার জন্য প্রচার অভিযান জোরদার করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সভায় নিরাপদ সড়ক চাই নান্দাইল উপজেলা শাখার উপদেষ্ঠা সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, নিসচার কার্য্যনিবার্হী কমিটির যুগ্ম সম্পাদক এবি সিদ্দিক খসরু, রফিকুল ইসলাম রফিক, মঞ্জুরুল হক মঞ্জু, অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, রমজান আলী, শাহজাহান ফকির, শফিকুল ইসলাম শফিক, মাহাবুব আলম খান প্রমুখ আলোচনায় অংশ গ্রহন করেন।

সভায় ৫নং গাংগাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান খোকন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে নিরাপদ সড়ক চাই কর্মসূচির প্রতি জোর সমর্থন প্রদান করেন এবং সংগঠনের কার্য্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদানের ঘোষণা প্রদান করেন।

এর পূর্বে নিরাপদ সড়ক চাই এর পক্ষ থেকে সভাপতি আসাদুজ্জামান ক্যান্সারে আক্রান্ত রাজগাতী ইউনিয়নের উলুহাটি গ্রামের আব্দুল কাইয়ুমের বাড়িতে যান এবং চিকিৎসার জন্য ওষুধের ব্যবস্থা গ্রহন করে পরিবারের সদস্যদের কাছে দিয়ে আসেন।

সর্বশেষ - কমলনগর উপজেলা