মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার ইউনিয়নে নৌকা প্রতিকের চেয়ারম্যান পদের প্রার্থী হলেন আকবর হোসেন।
চেয়ারম্যান আনোয়ার হোসেনের মৃত্যুতে পদটি শুন্য হওয়ায় আগামী ১৫ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে চর আলেকজান্ডার ইউনিয়নের চেয়ারম্যান পদের উপ-নির্বাচন।
জানা যায়, দলীয় মনোনয়নের জন্য ফরম সংগ্রহ করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু নাছের, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জহির উদ্দিন ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকবর হোসেন।
সূত্রে জানা যায়, দলীয় মনোনয়ন বোর্ড গত ১৩ মে আকবর হোসেনকে নৌকার প্রার্থী হিসেবে চুড়ান্ত করে তার ঘোষণা করে।
এবিষয়ে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় আকবর হোসেন জানান, দল আমাকে যোগ্য মনে করে নৌকা প্রতিক দিয়েছে। ইনশাল্লাহ আমি বিজয়ের মাধ্যমে এর মর্যাদা রক্ষার চেষ্টা করব।
 
 

 
                    







 
                                     
                                     
                                     
                                    








