৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ দুপুর ১২:০৮ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

করোনায় লক্ষ্মীপুর পৌরসভার কাউন্সিলরের মৃত্যু

প্রতিবেদক
usbd Tech
আগস্ট ২৫, ২০২১ ১:২১ পূর্বাহ্ণ

করোনা আক্রান্ত হয়ে লক্ষ্মীপুর পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ রায়হান (৪৭) মারা গেছেন। শুক্রবার (২০ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রায়হান লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকার বাসিন্দা।

সূত্রে জানা যায়, ২০ দিন ধরে রায়হান করোনা আক্রান্ত ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় ১০ দিন আগে তাকে রাজধানীর আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার ফুসফুসের ৮৫ শতাংশ ব্লক হয়েছিল। সকাল ৯ টার দিকে তার মরদেহ ঢাকা থেকে বাড়িতে আনা হয়েছে।

লক্ষ্মীপুর পৌরসভার সচিব মো. আলাউদ্দিন বলেন, রায়হান খুব ভালো মানুষ ছিলেন। জনপ্রতিনিধি হিসেবে জনগণের খুব কাছের ছিলেন। তার মৃত্যু দুঃখজনক। বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। তার মৃত্যুতে পৌরসভার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।

সর্বশেষ - কমলনগর উপজেলা