মো. শফিকুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে বিএনপি’র চারটি গ্রুপ পৃথক পৃথকভাবে বিজয় র্যালী ও শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে।
বৃহস্পতিবার ১৬ই ডিসেম্বর উপজেলা সদর কেন্দ্রীয় স্মৃতি সৌধে উপজেলা বিএনপি’র সভাপতি নাসের খান চৌধুরীর নির্দেশনায় তাঁর পক্ষের নেতাকর্মীরদের আয়োজনে পুষ্পস্তবক অর্পণ সহ বিজয় র্যালী অনুষ্ঠিত হয়। এরপরই সাবেক ছাত্র দল নেতা ও বর্তমান বিএনপি নেতা এমডি মামুন বিন আব্দুল মান্নানের নেতৃত্বে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, শহীদের প্রতি মাগফেরাত কামনা সহ বিজয় র্যালী অনুষ্ঠিত হয়।
এছাড়া নান্দাইল উপজেলার সাবেক মেয়র ও পৌর বিএনপি’র সভাপতি এ.এফ.এম আজিুজল ইসলাম পিকুলের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ ও বিজয় র্যালীর মাধ্যমে বিজয় দিবস উদযাপন করে। অপরদিকে বিএনপি’র কেন্দ্রীয় বৈদেশীক কমিটির সদস্য ইয়াসের খান চৌধুরীর নেতৃত্বে বিশাল বিজয় র্যালী ও স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে। এতে বিএনপি’র চারটি গ্রুপের নেতাকর্মীরা পৃথক পৃথকভাবে স্বত:স্ফুর্ত অংশ গ্রহন করে।
এতে মুখরিত হয় নান্দাইল উপজেলা সদর। তবে এমডি মামুন বিন আব্দুল মান্নানের নেতাকর্মীরা বিজয় র্যালী শেষে দলীয় কার্যালয়ে ফেরার পথে পিছন দিক থেকে সাবেক মেয়র আজিজুল ইসলাম পিকুলের কর্মীরা তাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে বলে বিকাল ৩টায় প্রেসব্রিফিংয়ের মাধ্যমে অভিযোগ তুলে ধরেন। তিনি আরও জানান, এতে পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. খাইরুল ইসলাম ভূইয়া শুভ, স্বেচ্ছা সেবক দল নেতা রায়হান হাসান, মো. হৃদয় হাসান, মো. ফরহাদ মিয়া, ছাত্রদল নেতা মো. আকাশ ও জয়নাল সহ আরোও ২/৩জনকে আহত হয়।