২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ বিকাল ৩:৪৪ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

নান্দাইলে মাদ্রাসার ছাত্রী অন্তস্বত্তা ঘটনা ধামচাঁপা দেওয়ার চেষ্টা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ২৩, ২০২২ ১১:৫১ অপরাহ্ণ

মো. শফিকুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার নিভিয়াঘাটা ফাজিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রীর অন্তস্বত্তা বিষয়ের ঘটনা স্থানীয়ভাবে ধামাচাঁপা দেওয়ার চেষ্টা করার এক গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে অত্র উপজেলার গাংগাইল ইউনিয়নের উন্দাইল গ্রামে।

এ ঘটনা প্রকাশের পর থেকে অভিযুক্ত ব্যক্তি উন্দাইল গ্রামের মৃত মোখলেছুর রহমানের পুত্র রাজন ভুইয়া পলাতক রয়েছে। স্থানীয় সূত্রে জানাগেছে, নিভিয়াঘাটা ফাজিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রীর বাড়ি একই গ্রামের। বর্তমানে সে তিন মাসের অন্তস্বত্তা। এদিকে অভিযুক্ত রাজন ভূইয়া বিবাহিত। তাঁর এক গর্ভবতী স্ত্রী সহ এক পুত্র সন্তান রয়েছে। রাজন ভূইয়া উক্ত মাদ্রাসার ছাত্রীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাঁর সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলে। এক পর্যায়ে ছাত্রীটি তিন মাসের অন্তস্বত্তা হয়ে পড়ে।

গত সোমবার (১৮ই এপ্রিল/২২ইং) ছাত্রীর অন্তস্বত্তার বিষয়টি জানতে পারে তাঁর পরিবারের লোকজন। নিশ্চিত হওয়ার জন্য ছাত্রীকে মেডিকেল চেকআপ করালে তিন মাসের অন্তস্বত্তার বিষয়টি প্রকাশ পায়। এতে দিশে হারা হয়ে পড়ে ছাত্রীর অসহায় বাবা। তিনি বিষয়টি স্থানীয় লোকজন সহ অভিযুক্ত ব্যক্তির পরিবারের লোকজনকে জানায়। এদিকে অভিযুক্ত ব্যক্তির পরিবার প্রভাবশালী হওয়ায় বিষয়টি স্থানীয় ভাবে ধামচাঁপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ছাত্রীর বাবাকে নানা ধরনের হুমকি দিয়ে আসছে।

স্থানীয় ইউপি সদস্য আঃ ছাত্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি তিনি লোকমুখে শুনেছেন। তবে এ বিষয়ে তাঁর কিছুই করার নেই।’ বর্তমানে ছাত্রীর বাবা অভিযুক্ত ব্যক্তির পরিবারের লোকজনের হুমকির মুখে রয়েছে বলে জানান এবং সুবিচারের আশায় মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। ছাত্রীর বাবা আরো বলেন, এ বিষয়ে তিনি পুলিশ প্রশাসনের দারস্থ হলে তাকে প্রাণনাশ সহ এলাকা ছাড়ার হুমকী দেয় ধর্ষক পরিবার। এদিকে নান্দাইল উপজেলার মানবাধিকার নেতৃবৃন্দ ছাত্রীর অন্তস্বত্তার বিষয়ে তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং ছাত্রীর পরিবারকে ন্যায় বিচার পাইয়ে দিতে উর্ধ্বতন পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালের দৌরাত্ম

কমলনগরে অস্ত্রসহ যুবলীগ নেতা আটক

কমলনগরে দেলোয়ার হোসাইন সাঈদীর রুহের মাগফিরাত কামনায় শোক সমাবেশ

রামগঞ্জে ১০ গ্রামে আগাম ঈদুল ফিতর উদযাপিত

পাকুন্দিয়ায় শিক্ষক সমিতির নির্বাচনে শহীদুল্লাহ সভাপতি, শুভ্র সম্পাদক

রামগতিতে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল আত্মসাত

কাপ্তাই উপজেলায় দ্বিতীয় পর্যায়ে ঘর-জমি পাবে ২৬ পরিবার— প্রেস ব্রিফিংয়ে ইউএনও

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের যুবক নিহত

রামগতিতে ভিক্ষুকের কাছে জমি বিক্রি করে কবলা না দেয়ায় লাশ দাফনে বাঁধা

নারী শিশু বয়স্ক প্রতিবন্ধিদের সেবায় রামগঞ্জ থানায় সার্ভিস ডেস্কের উদ্বোধন