আবু তাহের, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্নাঢ্য আয়োজনের মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে দিবসের প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। এর পরপরই একই সাথে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে সোনাপুর উপজেলা বিজয়স্তম্ভে পুস্পস্তবক অর্পন, রামগঞ্জ সরকারী কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে স্বাধীনতার সূবর্নজয়ন্তী পালন করা হয়েছে।
স্থানীয় এমপি ড. আনোয়ার খানের উদ্যোগে তার বিশেষ প্রতিনিধি সাবেক মেয়র বেলাল আহম্মেদের সাবির্ক ব্যবস্থাপনায় ও উপজেলা মাধ্যমিক একাডেমেকি সুপারভাইজার শরীফ উল্লাহ সামছ্ এর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনির হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক, উপজেলা সহকারী কমিশানর (ভূমি) মনিরা খাতুন, পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, বীরমুক্তিযোদ্ধা ফরিদ আহম্মদ ভূঁইয়া, সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা এমএ গোফরান, সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম শেখ, সাধারণ সম্পাদক আপরোজা আক্তার, রামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কাউছার হোসেন প্রমূখ।
আলোচনা সভা শেষে শহীদদের স্মরণে বিশেষ দোয়া মোনাজাত ও ক্রীড়া, সাংস্কৃতি, কবিতা অবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।



















