রামগতিতে আন্ত:স্কুল সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে মাধ্যমিক পর্যায়ের স্কুলের আন্ত:স্কুল সাঁতার প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ আগষ্ট) সকালে আলেকজান্ডার মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরের সাঁতার প্রতিযোগীতা শেষে হল রুমে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২২-২৩ এর আওতায় লক্ষ্মীপুর জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরী, বিশেষ আতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মামুনুর রশীদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল খায়ের মানিক, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।