রামগতিতে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতি বার (১৪ জুলাই) সকাল ১০টার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল। উদ্বোধন করেন পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন মেজু।
প্রধান বক্তা ছিলেন সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ সামছুদ্দিন মাসুদ।
বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আজিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রাহিদ হোসেন, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি একেএম কামাল উদ্দিন ওসমান, বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মুশারফ হোসেন, মো. ফিরোজ আলম, মো. নুরনবী, ইউসুফ বেলাল, আলতাফ হোসেন প্রমূখ।
সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ আবু সায়েদ, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোমিন উল্যাহ।