মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার ইউনিয়নের চরবালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সেলিম এর পরিবর্তে গত বেশ কিছুদিন থেকে ক্লাসে শিক্ষার্থীদের পাঠদান করছেন তার মেয়ে। এছাড়া এ শিক্ষকের বিরুদ্ধে রয়েছে নানান সামাজিক অনাচারের অভিযোগ।
জানা যায়, প্রায় এক সপ্তাহ বিদ্যালয়ে উপস্থিত নাই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সেলিম । তিনি বর্তমানে ঢাকায় আছেন। তার পরিবর্তে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো ফারুক সহকারী শিক্ষক সেলিম এর ছোট মেয়েকে দিয়ে বিদ্যালয়ের কোমলমতি শিশুদেরকে পাঠদান করান।
প্রধান শিক্ষক মো. ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ইতিপুর্বেও বহু বার শিক্ষা অফিসকে বৃদ্ধাঙুলি দেখিয়ে নিজে বিদ্যালয়ে না গিয়ে মেয়েকে দিয়ে ক্লাস করিয়েছেন বলেও প্রধান শিক্ষক জানান।
স্থানীয়রা তার বিরুদ্ধে করেন একাধিক অভিযোগ, এলাকার মাইকচুরি, পৌর আলেকজান্ডার বাজারে এক মহিলার কাছ থেকে ভ্যানিটি ব্যাগ চুরি করেন এই গুণী শিক্ষক। এ পর্যন্ত সহকারী শিক্ষক তিনটি বিয়ে করেন। গত বছর চর বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির দস্তখত জাল করে সোনালী ব্যাংক চর আলেকজান্ডার শাখা থেকে একলক্ষ টাকা উত্তোলন করেন। যা পরবর্তীতে ধরা পরার পর শিক্ষা অফিসার ও শিক্ষক নেতাদের হাতে পায়ে ধরে দেন দরবার করে রক্ষা পান।
এ সকল অন্যায়, চুরি ও অপরাধ সংঘঠিত করার বিষয়ে সহকারী শিক্ষক সেলিমের কাছে জানতে চাইলে, তিনি অভিযোগ অস্বীকার করে বলেন আমি ছুটিতে আছি। আমার বদলে আমার মেয়ে ক্লাস করাচ্ছে। আর আমি কোন সামাজিক অপরাধ করিনি।
প্রধান শিক্ষক মো. ফারুক বলেন, আমি বিদ্যালয়ে নেই । সহকারী শিক্ষক সেলিম ৩ দিনের ছুটিরে দরখাস্ত দিয়েছেন তবে সপ্তাহ খানেক হয়েছে তিনি স্কুলে আসেন নাই।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা রুপাঞ্জলী কর বলেন, আমি খোজ নিচ্ছি কি হয়েছে। এ ধরনের কোন ঘটনা ঘটলে অবশ্যই বিভাগীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।